কেএনএ এর নারী সমন্বয়কসহ ২ জন কারাগারে
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 19-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, পুলিশের অস্ত্র লুটের ঘটনায় গ্রেপ্তার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য লাল সিয়াম লম বম এবং সংগঠনটির সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক সেবা লাল নুং বমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ শনিবার (১৮ মে) দুপুরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই আসামিকে বান্দরবান সদর থানা থেকে প্রিজনভ্যানে করে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মো. নুরুল হক।

বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, থানচি থানার ৩নং মামলায় ২ আসামিকে দুপুরে আদালতে হাজির করা হলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে গত ১৭ মে ভোরে র‌্যাব-১৫ এর সদস্যরা জেলা সদরের লাইমি পাড়া এবং ফারুক পাড়ায় অভিযান পরিচালনা করে লাল সিয়াম লম বম ও সেবা লাল নুং বমকে গ্রেফতার করে এবং রাতে সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

শেয়ার করুন