ডিএমপির ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে রদবদল
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 06-10-2025
ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) মোঃ ফজলুল করিমকে তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগের (সংসদ ভবন-নিরাপত্তা) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পরিত্রান তালুকদারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

শেয়ার করুন