ঢাকা-চট্টগ্রাম রুটে ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 09-05-2022
ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেল  রুটে  ট্রেন ৮ ঘণ্টা বন্ধ থাকার পর চলাচল স্বাভাবিক হয়েছে। আজ ৯ মে (সোমবার) দুপুর ১২টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, কুমিল্লার রাজাপুর রেলস্টেশনে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট ও ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে লম্বা সময় ধরে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ।  তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া ও লাকসাম থেকে দুইটি রিলিপ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ১১টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
উদ্ধার কার্য সম্পন্ন হওয়ার পর এ রেলওয়ে কর্মকর্তা বলেন, শিডিউল বিপর্যয় কাটাতে আমরা কাজ করছি। সবকিছু দ্রুততর সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে।

শেয়ার করুন