নীতিমালা লঙ্ঘন করে আইপিটিভি সংবাদ প্রচারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে- তথ্যমন্ত্রী
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 13-06-2023
ফাইল ছবি : সংগৃহীত

অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী নিবন্ধিত কিম্বা অনিবন্ধিত কোনো আইপি টিভি কিম্বা ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করতে পারে না বা প্রচার করা নিয়ম বহির্ভূত। সাহিত্যিক শিবুকান্তি দাশ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাস ‘মিলিটারি এলো গ্রামে’ বইয়ের মোড়ক উন্মোচনকোলে সাংবাদিকদের করা পশ্নের উত্তরে  মন্ত্রী এ কথা বলেন।


মন্ত্রী আরো বলেন- এ কথা সত্যি যে, কিছু আইপি টিভি; যার বেশিরভাগই অনিবন্ধিত এবং কিছু ইউটিউব চ্যানেল নানা কৌশল অবলম্বন করে সংবাদ প্রচার করছে। এটি আমাদের নজরে এসেছে এমনকি পত্র-পত্রিকাতেও আমরা দেখেছি। এ ব্যাপারে খুব সহসা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এর আগে মন্ত্রী হাছান মাহমুদ মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাসকে নতুন প্রজন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তিনি ‘মিলিটারি এলো গ্রামে’ উপন্যাস রচয়িতা শিবুকান্তি দাশকে ধন্যবাদ দেন এবং নিজে বইটি পড়বেন বলে জানান। জ্যেষ্ঠ সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী এ সময় তার রচিত দু’টি গ্রন্থ মন্ত্রীকে উপহার দেন।

শেয়ার করুন