বান্দরবানের আলীকদমে সীমান্তে দিয়ে গরু চোরাচালানকে কেন্দ্র করে দু পক্ষে সংঘর্ষে মিসবাহ উদ্দিন (২৩) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হন গিয়াস নামে আরো এক ব্যক্তি।
শুক্রবার (১০মার্চ) দিবাগত রাতে কুরুকপাতার ইউনিয়নের ইন্দুরমুখ নামক এলাকায় এই ঘটনাটি হয়। আজ সকালে ঘটনাস্থল থেকে নিহত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি ; আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নের মহিউদ্দিন ছেলে।
সূত্রে জানা যায় , রাতে সীমান্ত সড়ক দিয়ে গরু আনতে যান কয়েকজন চোরাকারবারি। সীমান্ত দিয়ে অবৈধ গরু নিয়ে আসার পর ভাগবন্টন নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ লাগে। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত ব্যাক্তিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়।
আলীকদম ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।