বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু পাড়ায় দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
আজ মঙ্গলবার সকালে কক্সবাজার অধিনস্থ ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু পাড়ার বিওপির একটি বিশেষ টহল দল আমবাগান নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে বিজিবি প্রেস বিজ্ঞপ্তি সূত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চত করে জানায়, মঙ্গলবার ভোর সকালে রেজু পাড়া বিওপি দায়িত্বরত কমন্ডার নায়েক মো: রেজাউল করিম এর নেতৃত্বে সীমান্তের ৪১ পিলারের কাছাকাছি তুলাতুলি গ্রামের আমবাগান নামক স্থানে ২ হাজার পিস ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ টাকা বলে বিজিবি সূত্রে জানা যায়।
বিওপি ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার নায়েক মো: রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের ৪১ পিলারের কাছাকাছি আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ কৃত ইয়াবা ট্যাবলেট ৩৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাখা হয়েছে। পরবর্তীতে মামলা দায়ের করার প্রক্রিয়া কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান তিনি।