পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আলীকদম উপজেলায় পর্যটনের বিকাশ হলে এই এলাকার মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে।কোন মানুষ বেকার থাকবে না। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে,মানুষের আয় বৃদ্ধি পাবে। মানুষের আয় বৃদ্ধি হলে শিক্ষার প্রসারও ঘটবে। পর্যটন,কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগসহ প্রত্যেক খাতে পাহাড়ে উন্নয়ন হচ্ছে এবং অব্যাহত থাকবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বান্দরবানের আলীকদমে ঐতিহ্যবাহি মেরাইংতং পাহাড়ে মেরাইংতং ধম্মা জেদি ভিত্তিপ্রস্থর স্থাপন ও মাঙ্গলিক ধর্মীয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন
বীর বাহাদুর উশৈসিং আরও বলেন, আওয়ামী লীগ জনবান্ধব দল। জনকল্যাণে কাজ করাই আওয়ামী লীগের ব্রত। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনই পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটে। বর্তমান সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে এত উন্নয়ন হয়নি। আগামীতেও আরও উন্নয়ন হবে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে সম্ভব দেশকে এগিয়ে নেওয়া। বাংলাদেশকে উন্নত,সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
এসময় ডিডিএলজি উপ পরিচালক মো: লুৎফুর রহমান,বান্দরবান জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, লামা উপজেলার পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন,সাধারণ সম্পাদক দুংড়িমং মারমা,আলীকদম থানার ওসি মোহাম্মদ নাছির উদ্দিন সরকার,সদরের ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন,চৈক্ষ্যংয়ের ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন,নয়পাড়ার ইউপি চেয়ারম্যান মোঃকফিল উদ্দিন,কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো উপস্থিত ছিলেন।