বান্দরবানের লামায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাইদা আক্তার মিলি (২৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি লামা উপজেলার রপসীপাড়া ইউনিয়নের দরদরী পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে কমর্রত ছিলেন।
মঙ্গলবার (৯ মে) বেলা এগারোটায় লামা পৌরসভার মধুঝিরি এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত সাইদা আক্তার মিলি (২৭), লামা পৌরসভার ৭নং ওয়ার্ড মধুঝিড়ি এলাকার আবুল মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিলি সংসারীক জীবন নিয়ে মানসিক কষ্টে ভুগছিলেন। এই বিষয় নিয়ে নিজ মায়ের সাথে কথা-কাটাকাটি হয়। এরপর নিজ রুমের পাঠাতনের সাথে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেন। পরে তার ছোটবোন দেখে ফেললে দ্রুত প্রতিবেশী লোকজনের সহায়তায় উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে ভর্তি করান।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ রোবিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মৃতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রসঙ্গত, গত ১০ মার্চ শুক্রবার লামা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আরেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সাবরিনা তারান্নুম মেঘলা (২৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।