বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে মাইকেল দাশ নামের যুবককে ৯ হাজার ৭শত ইয়াবাসহ আটক করেছে র্যাব-১৫। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করেন র্যাব।
আটককৃত মাইকেল দাশ আলীকদম বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মানিক দাশের ছেলে।গত বুধবার (১২ জানুয়ারী) বিকেলে আলীকদম বাজারস্থ মাতামুহুরী রেঞ্জে সামনে নদীর ঘাট থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকালে এক প্রেসবার্তায় এই তথ্যটি নিশ্চিত করছেন র্যাব-১৫ সিনিয়র এএসপি আবু সালাম চৌধুরী।