লামায় মোটর সাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 19-05-2024
ফাইল ছবি : সংগৃহীত

বান্দরবান জেলার লামা উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় মো. শরিফ উদ্দিন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম সংলগ্ন লামা-ফাঁসিয়াখালী সড়কের পাশে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন প্রসেনজিৎ ত্রিপুরা নামের এক ব্যক্তি। নিহত মো. শরিফ উদ্দিন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কাঁঠালছড়া ত্রিপুরা পাড়ার বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে লামা-ফাঁসিয়াখালী সড়কের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রম সংলগ্ন সড়কের পাশে মো. শরিফ উদ্দিন ও প্রসেনজিৎ ত্রিপুরা দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় একটি বেপরোয়া গতিতে ছেড়ে আসা একটি মোটর সাইকেল দুই জনকে চাপা দেয়। এতে সড়কের পাশে দাড়িয়ে থাকা দুইজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের মধ্যে পাইনচাপ্রুু পাড়ার বাসিন্দা হরিচন্দ্র ত্রিপুরার ছেলে প্রসেনজিৎ ত্রিপুরাকে কাছাকাছি চকরিয়া উপজেলার ম্যাক্স হাসপাতালে ও মো. শরিফ উদ্দিনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এক পর্যায়ে শনিবার বিকেল পৌনে চারটার দিকে মো. শরিফ উদ্দিন মারা যান।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, মোটর সাইকেল দূর্ঘটনায় মো. শরিফ উদ্দিন নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনা শুনেছি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন