খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের পর যান চলাচল শুরু
সিএইচটি টিভি ডেস্ক
  • প্রকাশিত : 16-01-2023
ফাইল ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে ইউপিডিএফের ডাকা আধাবেলা সড়ক অবরোধের কারণে জেলা শহরের সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। আজ রোববার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানান, ”আমরা শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছি। বিভিন্ন এলাকায় আমাদের কর্মীরা পিকেটিং করেছে।”

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি ও দীঘিনালায় সড়কে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন ইউপিডিএফের নেতাকর্মীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ মানুষ।

আধাবেলা সড়ক অবরোধ চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়ি জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন ছিলো। জেলা জুড়ে সেনাবাহিনী ও বিজিবির টহল জোরদার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হক জানান, সাজেকের উদ্দ্যেশে যে সকল পর্যটক বেড়াতে এসেছে তারা পুলিশের পাহারায় যেতে পেরেছেন। যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রসঙ্গতঃ জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফরকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে শুক্রবার খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক সংগঠন (ইউপিডিএফ-প্রসীত)।

বিবৃতিতে কর্মসূচি সফল করতে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়।জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ ও সাংবাদিকদের গাড়ি অবরোধের আওতামুক্ত ছিলো।

 

শেয়ার করুন